Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন ভোটার অন্তর্ভুক্তি
বিস্তারিত

নতুন ভোটারে আবেদন করতে যা যা লাগবে

১। পাসপোর্ট ছবির পাতা, ভিসার পাতা, আসার তারিখের পাতা,টিকেট- সত্যায়িত কপি (প্রবাসীদের ক্ষেত্রে),

২। যাদের অন্য দেশের পাসপোর্ট আছে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বৈত নাগরিকের সনদ লাগবে।

২। জাতীয়তা সনদ/চেয়ারম্যান সনদ- মুলকপি।

৩। জন্ম নিবন্ধন অনলাইন(বাংলা ও ইংরেজী)- সত্যায়িত কপি

৪। নিজ/পিতা/স্বামীর নামে হাল চৌকিদার রশিদ/ পৌরকর রশিদ- সত্যায়িত কপি।

৫। শিক্ষাগত সনদ- সত্যায়িত কপি (এস.এস.সি সনদ অথবা তদ্ধোর্ধ শিক্ষা সনদ)

৬। কাবিনের কপি- সত্যায়িত কপি। (স্বামী/স্ত্রী ভোটার থাকিলে প্রযোজ্য নয়)

৭। পিতা, মাতা, ভাই, বোন ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র কপি

৮। পূর্বের ভোটার না হওয়ার কারণ- অঙ্গীকার নামা চেয়ারম্যান কর্তৃক প্রতিস্বাক্ষরিত। (নমুনা কপি নিম্নে দেওয়া আছে)

৯। ৩৪ নং ক্রমিকে পিতা-মাতা/স্বামী-স্ত্রীর আইডি বসবে ও ৩৫ নং ক্রমিকে স্বাক্ষর

৯। ৪০ নং ক্রমিকে নিজ এলাকার মেম্বার/কাউন্সিলর নাম, ৪১ নং ক্রমিকে মেম্বার/ কাউন্সিলর আইডি ও ৪২ নং ক্রমিকে মেম্বার/কাউন্সিলর সীলসহ স্বাক্ষর হবে।