Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় পরিচয়পত্র সংশোধন
বিস্তারিত

সংশোধনের ধরণ ও করণীয়:

১। নামের আক্ষরিক সংশোধন (যেমন: আবদুর মালেক স্থলে আবদুল মালেক)

   (ক) এসএসসি পাস হলে এসএসসি সনদ

  (খ) জন্ম সনদ অনলাইন।

২। নামের আমূল সংশোধন (যেমন: সাফিয়া খাতুন স্থলে মাফিয়া খাতুন অথবা আবদুল মালেক এর স্থলে আবদুল খালেক)

  (ক) এসএসসি পাশ হলে এসএসসি সনদ, যদি ৮ম শ্রেণী বা নিম্নে হলে তাহলে সনদ প্রয়োজন নাই।

  (খ) জন্ম সনদ

  (গ) ম্যাজিষ্ট্রেট বরাবর হলফ নামা

  (ঘ) জাতীয় দৈনিক পত্রিকা

  (ঙ) বিবাহিত হলে, স্ত্রীর জাতীয় পরিচয়পত্র, ফটোকপি প্রদান করিতে হবে।

  (চ) বিবাহিত হলে সন্তানদের জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ ও স্কুল সনদ সত্যায়িত কপি প্রদান করিতে হবে

  (ছ) বিবাহিত হলে কাবিন নামা দিতে হবে।

  (জ) পিতার ওয়ারিশ সনদ (জাতীয় পরিচয়পত্র নাম্বার উল্লেখ পূর্বক)

  (ঞ) চেয়ারম্যান সনদ

৩। স্বামী/ স্ত্রীর নাম সংযোজন।

  (ক) স্বামী/ স্ত্রী নাম সংযোজন করিতে হলে কাবিন নামা ও সন্তানদের জন্ম প্রদান করিতে হবে।

৪। স্বামী/ স্ত্রীর নাম সংশোধন (যেমন আবদুল খালেক এর স্থলে মাসুদ আলম)

  (ক) তালাক হয়ে থাকলে কাজী কর্তৃ ক খোলা তালাক নামা (সমাজের শালিসের মাধ্যমে তালাক কপি, উকিলে মাধ্যমে তালাক কপি গ্রহণ যোগ্য নয়) ও স্বামী/স্ত্রীর মৃত্যু হলে মৃত্যু সনদ দিতে হবে।

  (খ) নতুন বিয়ের কাবিন নামা। 

  (গ) নতুন স্বামীর জাতীয় পরিচয়ফত্র, পাসপোর্ট কপি। (যদি স্বামী/স্ত্রী নাম সংযোজন না থাকে তাহলে স্বামী/স্ত্রীকে আবেদন করিতে হবে।

  (ঘ) সন্তানদের জন্ম সনদ, স্কুল সনদ, জাতীয় পরিচযপত্রে কপি দিতে হবে।

  (ঙ) চেয়ারম্যান সনদ, চেয়ারম্যান প্রত্যয়ন (প্রত্যয়নে মূলত চেয়ারম্যান সু-স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন কি কারণে বিবাহ তালাক হয়েছে ও বিয়ে হয়েছে)

  (চ) আবেদন জমা দেয়ার পরে নির্বাচন অফিসার প্রয়োজনে তদন্তে যাবে।

  (ছ) যদি স্বামী/স্ত্রীর নাম তালাক বা মৃত্যু না হয় তাহলে ম্যাজিষ্ট্রেট  এভিডেভিট ও জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি দিতে হবে।

৫। স্বামী/স্ত্রী নাম বিয়োজন

  (ক) স্বামী/স্ত্রী তালাক হলে, পুনরায় বিবাহ না করিলে খোলা তালাক নামা ও চেয়ারম্যান সনদ, চেয়ারম্যান প্রত্যয়ন প্রদান করিতে হবে।

  (খ) পুনরায় না বিবাহের সনদ,

  (গ) পিতার জাতীয় পরিচয়পত্র।

  (ঘ)  আবেদন জমা দেয়ার পরে নির্বাচন অফিসার প্রয়োজনে তদন্তে যাবে।

৬। মাতা/পিতা নাম আক্ষরিক সংশোধন (যেমন: ফাতেমা বেগম এর স্থলে ফাতেমা আক্তার অথবা ফাতেমা আক্তার চৌধুরী)

   (ক) এসএসসি সনদ

  (খ) জন্ম সনদ অনলাইন বাংলা ও ইংরেজী

  (গ) পিতা- মাতা, ভাই-বোনের সকলের আইডি কার্ড, জন্ম সনদ, শিক্ষা সনদ প্রদান করিতে হবে।

  (ঘ) চেয়ারম্যান সনদ, চেয়ারম্যান প্রত্যয়ন

  (ঙ) পেনশন বুকের কপি অথবা সার্ভিস বুকের কপি প্রদান করিতে হবে( যদি চাকুরীজীবি হয়।

৭। মাতা/ পিতা নাম আমুল পরিবর্তন

   (ক) এসএসসি সনদ ও ম্যজেষ্ট্রিট বরাবর হলফনামা, জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি

  (খ) জন্ম সনদ অনলাইন বাংলা ও ইংরেজী

  (গ) পিতা- মাতা, ভাই-বোনের সকলের আইডি কার্ড, জন্ম সনদ, শিক্ষা সনদ প্রদান করিতে হবে।

  (ঘ) চেয়ারম্যান সনদ, চেয়ারম্যান প্রত্যয়ন

  (ঙ) পেনশন বুকের কপি অথবা সার্ভিস বুকের কপি প্রদান করিতে হবে( যদি চাকুরীজীবি হয়।

৮। জন্ম তারিখ সংশোধন

  (ক) জন্ম তারিখ একই বছরের মধ্যে মাস সংশোধন অথবা ৯-১০ মাসের পার্থক্য থাকিলে এসএসসি সনদ ও জন্ম সনদ অনলাইন সত্যায়িত কপি প্রদান করিতে হবে।

  (খ) এক বছরের অধিক হলে আবেদনকারী পিতার সকল সন্তানদের জাতীয় পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশ সনদ

     এসএসসি সনদ সত্যায়িত কপি, জন্ম সনদ অনলাইন সত্যায়িত কপি, চাকুরীজীবি হলে সার্ভিসবুক কপি অথবা পেনশন বুক কপি জমা দিবেন।

  (গ) নির্বাচন অফিসার প্রয়োজনে মাঠে তদন্ত করিবেন।

৯। বাড়ীর নাম সংশোধন।

  (ক) আবেদনকারী পিতা-মাতা অথবা ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র কপি দিতে হবে। (যে সংশোধনটি চাচ্ছেন সেটা তাদের আইডি কার্ড উল্লেখ থাকতে হবে)

  (খ) চেয়ারম্যান প্রত্যয়ন।

১০। ডাকঘর ও কোড পরিবর্তণ

  (ক) আবেদনকারী পিতা-মাতা অথবা ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র কপি দিতে হবে। (যে সংশোধনটি চাচ্ছেন সেটা তাদের আইডি কার্ড উল্লেখ থাকতে হবে)

  (খ) চেয়ারম্যান প্রত্যয়ন।

  (গ) পোষ্ট মাষ্টারের প্রত্যয়ন

১১। রক্তের গ্রুফ পরিবর্তন

  (ক) সরকারি মেডিকেল প্রতিষ্ঠান বা বেসরকারী মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃ ক নিজস্ব প্যাডে ব্লাড টেষ্টের কপি

১২। স্বাক্ষর পরিবর্তন:

    (ক) পাসপোর্ট কপি, ব্যাংক প্রত্যয়ন কপি, ড্রাইভিং লাইসেন্স কপি (যে কোন ১টা প্রদান করিতে হবে)

   (খ) উপজেলা নির্বাচন অফিসার প্রয়োজনে তদন্ত প্রেরণ করিবেন।

 

**** আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন হলে আপনার মোবাইলে Printed ম্যাসেজ যাবে। যদি ১০৫ থেকৈ অন্য ম্যাসেজ আসে তাহলে অতিদ্রুত নির্বাচন অফিসে যোগাযোগ করবেন।

*** সংশোধন ফরম অফিস হতে সংগ্রহ করুন।