Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় পরিচয়পত্র হারানো/ নষ্ট হয়ে গেলে
বিস্তারিত

আপনার জাতীয় পরিচয়পত্র হারানো গেলে করণীয়।

১। আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর/ ভোটার নম্বর দিয়ে নিজ থানা জিডি করতে হবে।

২। সোনালী ব্যাংক, দাগনভূঞা, ফেনী শাখায় সোনালী সেবা ফরমে ২৩০/- জমা দিতে হবে।

৩। জিডি কপি ও জমা রশিদ দিয়ে নিম্নে ফরমটি পুরণ করে নিজ থানা/ উপজেলা অফিসে জমা দিতে হবে।

৪। আবেদন জমার ৩-৪ মাস পর পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রদান করিতে হবে।

 

মনে রাখুন:

১। আপনার জাতীয় পরিচয়পত্র/ ভোটার নাম্বার মনে না থাকলে অথবা ফটৈা কপি না থাকলে নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জাতীয় পরিচয়পত্র/ ভোটার নম্বর সংগ্রহ করে জিডি করবেন।

২। আবেদন জমা দেয়ার পর আপনার কার্ড প্রিন্ট হলে মোবাইলে এসএমএস যাবে। এসএমএসে ১৫ দিন পর উপজেলা নির্বাচন অফিস থেকে কার্ড সংগ্রহ করতে হবে।

 

ফরম ডাউনলোড লিংক : হারানো ফরম